পদ্মানদীর কোলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে শাকিল হোসেন (২২) নামের এক ডিপ্লোমা প্রকৌশলীর শেষ বর্ষের ছাত্র। শাকিল তার বাবা যুবলীগ নেতা শাজাহান আলী হত্যা মামলার বাদী ছিলেন। ঈশ^রদীর পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট সংলগ্ন পদ্মানদীর কোলে বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে গোসল করতে গিয়ে শাকিল পানিতে ডুবে নিখোঁজ হয়। প্রায় সাড়ে ৬ ঘন্টা ধরে চেষ্টা করে জেলেদের নিক্ষেপ করা হাজারি বর্শিতে লাশটি উঠে আসে। শাকিল ঈশ^রদী পাকশীর নতুন রূপপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে।
তবে পরিবারের দাবী শাজাহান হত্যার মামলার আসামিদের পক্ষ থেকে শাকিলকে ডেকে নিয়ে সুকৌশলে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আর প্রশাসন বলছে পূর্ব পরিকল্পনা মতে শাকিলকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে না কি এটা দুর্ঘটনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই ঘটনায় স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, ঘটনার সময় শাকিলসহ ৭/৮জন নদীতে গোসল করতে ছিলো। হঠাৎ শাকিল ডুবে যায়। দুজন বাদে অন্যরা সবাই চলে যায়। তবে গোসল করার সময় অন্যরা শাকিলকে ডুবিয়ে মেরেছে না এটা দুর্ঘটনা তা তারা জানেন না।
শাকিলের চাচা আবু হানিফ জানান, দুপুর আনুমানিক সোয়া ১২ টার দিকে মোটরসাইকেল যোগে শাকিল বের হয়। এরপর পানিতে ডুবে যাওয়ার খবর পান। ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে নদীতে গোসল করতে যাওয়া স্বদেশ ও কাওছারকে জনগণ আটক করে।
হানিফ অভিযোগ করে বলেন, তার ভাই শাজাহানকে স্থানীয় কিছু সন্ত্রাসী মেরেছে। সেই মামলার বাদী ছিলো শাকিল। হত্যা মামলার প্রধান আসামিসহ কয়েকজন এখনো জেল হাজতে রয়েছে।
শাকিলকে ডেকে এনে পানিতে ডুবিয়ে হত্যা করার পরিকল্পনাকারীদের কেউ কেউ সম্প্রতি জেল হাজত থেকে বের হয়ে এসেছে। তারাই শাজাহান হত্যা মামলার বাদীকে হত্যার জন্য জেলখানাতে বসেই পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় গোসল নামে শাকিলকে ডেকে এনে পদ্মানদীর পানিতে ডুবিয়ে হত্যা করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বিকাশ চক্রবর্তি জানান, ঘটনাস্থল থেকে শাকিলের সঙ্গে গোসল করতে যাওয়া ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ঈশ^রদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার ফিরোজ কবির স্যারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, শাকিলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শাকিলকে সুকৌশলে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন