টাঙ্গাইলে পারিবারিক কলহের জের ধরে হারপিক পান করে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকের স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহত রুবি সুলতানা (৪০) টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমানের স্ত্রী।
নিহত রুবি সুলতানা (৪০) দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও দুই ছেলে সন্তানের জননী। এছাড়া তিনি দৈনিক কালের স্রোত পত্রিকার উপ সম্পাদক ছিলেন।
সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম সজীব বলেন, মঙ্গলবার বিকেলে হারপিক খেয়ে গুরুতর আহত অবস্থায় রুবি সুলতানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
গত কয়েক মাস আগে রেফাজুর রহমান দ্বিতীয় বিয়ে করা নিয়ে পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের কারণে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় রেফাজুর রহমান ইতিপূর্বে জেল খেটেছেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন