আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম হোসেন আলী হাসান, এ্যাড. আব্দুর রহমান পিপি, এ্যাড. বিমল কুমার দাস, আব্দুল বারী সেখ, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক, জেলা কৃষক লীগের সভাপতি রফি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ প্রমুখ।
এতে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রসঙ্গত, ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেন।
বিডি প্রতিদিন/আল আমীন