নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিক্সা চাপায় পরশ মনি (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শিশুটি উপজেলার পাথরকাটা গ্রামের ইছা মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৪ জুন) দুপুরের দিকে বাড়ির অদূরে খান বাহাদুর বাজারের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরশ মনি কিছু একটা কেনার জন্য খান বাহাদুর বাজারে যাচ্ছিল। পথে জয়পুর থেকে মোহনগঞ্জগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিক্সার চালক পালিয়ে যায়।
ওই অটোরিক্সার চালক মাঘান-শিয়াদার ইউনিয়নের বাকরপুর গ্রামের আপন শেখের ছেলে বাবুল মিয়া (৩০) বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার পর অটোরিক্সার চালক পালিয়ে গেলেও তার নাম ঠিকানা পাওয়া গেছে। তাকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার