কুষ্টিয়ায় নতুন করে আরও ২৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬২ জনে। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ ও একজন র্যাব সদস্য রয়েছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ জেলার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি নমুনা পজিটিভ আসে। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন ও মিরপুর ১জন রোগী সনাক্ত হয়েছে। তবে জেলায় আক্রান্তদের মধ্যে ১২১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৬ জন রোগী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর