শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরে ৬০ হাজার মাস্ক বিতরণ শুরু করেছে নাটোর জেলা পুলিশ। দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় সাধারণ মানুষদের মাস্ক পড়িয়ে দেন পুলিশ সুপার। পরে জেলার সাতটি থানার সাধারণ মানুষদের মাঝে বিতরণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, মীর আসাদুজ্জামানসহ সাতটি থানার ওসিরা উপস্থিত ছিলেন। শতভাগ মাস্ক নিশ্চিত এবং করোনার সংক্রমণ রোধ করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
বিডি প্রতিদিন/আল আমীন