নেত্রকোনার মোহনগঞ্জে ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সামনে আয় ব্যয়ের হিসাব তুলে ধরে ২০২০-২১ অর্থ বছরে ৫০ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯শত ৫৭ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র।
তিনি জানান, এবার বাজেটের মধ্যে রাজস্ব হতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯শত ৫৭ টাকা। এর মধ্যে উন্নয়ন খাত হতে আয় ধরা হয়েছে ৪৭ কোটি ২০ লক্ষ টাকা। ব্যয় শেষে সমাপনী স্থিতি ধরা হয়েছে ১১ লক্ষ ৬৬ হাজার ৪৭৭ টাকা। বিগত বছরের চেয়ে এবারের বাজেট অনেকটাই বড়।
বাজেট ঘোষণাকালে পৌর সচিব, ইঞ্জিনিয়ার এবং সকল পৌর কাউন্সিলরহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল