৫ জুলাই, ২০২০ ২০:১২

গাজীপুরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার কিতাব আলীর ছেলে স্বার্ধীন (১৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি মিয়া (১৮) ও কামরুল হাসানের ছেলে সাব্বির হোসেন (২০)। এদের মধ্যে রনি স্থানীয় জেনুইন রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি’র শ্রেণীর ছাত্র এবং স্বাধীন এবছর স্থানীয় মর্নিং সান স্কুল হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাব্বির দু’বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এস আই আবু সাঈদ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষার্থী ৬/৭ জন বন্ধু গোসল করতে রবিবার দুপুরে নৌকা নিয়ে তুরাগ নদীর বাইমাইল বিল এলাকায় যায়। সেখানে তারা নৌকা থেকে নদীর পানিতে নেমে গোসল করতে থাকে। এসময় স্রোতের কারণে তিনজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্যদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায় নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যায় ডুবুরীরা নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদ হোসেন জানান, তীব্র স্রোতের কারণে সবাই সাঁতার জানলেও তিনজনের পরনে জিন্সের প্যান্ট থাকায় তারা পানির ভেসে যায়। পরে ডুবুরিদল তিনজনের মৃতদেহ উদ্ধার করে। আবেদনের প্রেক্ষিতে লাশ বিনাময়না তদন্তে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর