শরীয়তপুরের জাজিরার মূল ভু-খণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার দুর্গম চরাঞ্চলের বানভাসী ৩শ’ পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বানভাসি মানুষের মাঝে সেনাবাহিনীর স্প্রীড বোট দেখে পানির মাঝে ত্রাণের জন্য ছুটে আসে বন্যার্তরা। বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল এর সেনা সদস্যরা।
শুক্রবার সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ। এ সময় শরীয়তপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামি উদ দৌলা চৌধুরীসহ অন্যান্য সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল