রবিবার দুপুর ১টার সময় শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলে বানের পানি দেখতে গিয়ে নাঈমুর রহমান (২৪) নামে নিখোঁজ হন এক কলেজছাত্র। আজ বিকাল পৌনে ৫টার দিকে ২৮ ঘণ্টা পর নাঈমুরের লাশ পাওয়া গেল ওই বিলের কঁচুরি পানার নীচে।
নাঈমুরকে খুঁজতে শেরপুর পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা এক সাথে কাজ করছিল। নাঈম ভাতশালার শাপমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করছিলেন।
ডুবুরি দলের সাথে থাকা ফায়ার সার্ভিস কর্মী সাইফুল ইসলাম জানান, বিকাল পনে ৫টার দিকে স্থানীয় লোকজন ঘটনাস্থলের ৫০ গজ দূরে কঁচুরিপানার নীচে মৃত নাঈমুরের লাশ দেখতে পায়। পরে সেখান থেকে নাঈমুরের লাশ উদ্ধারের মধ্য দিয়ে এই শ্বাস রুদ্ধকর অভিযানের পরিসমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/হিমেল