ফেনীর সোনাগাজী বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পরিচয়বিহনী লাশটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা অযু করতে এসে পুকুরে লাশটিকে ভাসতে দেখে স্থানীয় চেয়ারম্যানকে জানায়। বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে লাশটিকে উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, তাকিয়া বাজারের মসজিদ পুকুর থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন