ঢাকার ধামরাইয়ে ডাকাতদের হামলায় কালিদাস বর্মন (৬২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের খাতরা কচমচ এলাকায় মাছ ব্যবসায়ীদের একটি পিকআপভ্যানে ডাকাতদের এ হামলার ঘটনা ঘটে।
নিহত কালিদাস সাভারের আশুলিয়া থানার চাকলগ্রামের রোহিনী বর্মনের ছেলে। এ ঘটনায় তাসিকুল ইসলাম (৫৫) ও পাণ্ডব রাজবংশী (৬৫) নামে আরও দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাসিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কালিদাসের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের হামলায় নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন