ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাহাজ্জেল হোসেন (৫২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সে যশোর শহরের খড়কী পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নলডাঙ্গা বাজার থেকে কালীগঞ্জ আসার পথে কাদিডাঙ্গা মোড়ে স্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টেয়ে ইঞ্জিনের গরম পানিতে পুড়ে ৬ জন মারাত্নক ভাবে দগ্ধ ও আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে যশোরের খড়কী মাদ্রাসার শিক্ষক তাহাজ্জেল হোসেন মারা যায়।
এদিকে আহতদের মধ্যে ২ জনকে যশোর মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার