৯ আগস্ট, ২০২০ ১৩:৫১

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। আজ রোববার সকালে ইউনিয়ন পরিষদের সামনে সুন্দরপুর সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। 

প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক হযরত আলী মাস্টার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নয়ন আলীসহ অন্যরা। 

বক্তারা বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুস্থ মানুষদের বিভিন্ন ভাতা প্রদান করছে। কিন্তু জনপ্রতিনিধিরা সেই ভাতা আত্মসাৎ করছেন। উপকারভোগীর তালিকা প্রকাশ্যে আসলে জনপ্রতিনিধিরা ভাতার টাকা আত্মসাৎ করতে পারবেন না। 

এছাড়াও বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে ঘুষ নেওয়া, দশ টাকা কেজির চাল ও ভিজিডি-ভিজিএফ প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর