একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুড়িগ্রামে শোকসভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এ উপলক্ষে কেন্দ্রীয় শাপলা চত্বর সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মে. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, কাজিউল ইসলাম, জেলা যুবলীগ আহ্বায়ক রুহুল আমিন দুলাল, যুবলীগ নেতা আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন