সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে একটি শিয়াল এলাকায় ঢুকে নিশি দাসকে (৭০) কামড়াতে থাকে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন। এ সময় শিয়ালের কামড়ে শিশু প্রকাশ দাস (৫), বৃদ্ধ নিশি দাস (৭০), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫), বরিউল আলম (১২), সুমি দাস (৬) ও সুপ্রতি রানী (৩০) আহত হন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দীপক গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল