চাঁদপুরের হাজীগঞ্জে ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
সরকার নির্দেশিত অগ্রাধিকার ক্রমানুসারে চ্যানেল পরিচালনা না করার অপরাধে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৮ ধারার আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, এই অপরাধ পুনরায় না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই