গাজীপুরে র্যাব কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে বিদেশি পিস্তল, গুলি ও র্যাবের পোশাকসহ আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১।
আটক ব্যক্তির নাম মো. আনোয়ার পাশা (৩০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার শহিদ নগর এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, এক সেট র্যাবের ইউনিফরম, দুইটি মোবাইল, আটটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার পাশা র্যাবকে জানায়, তিনি ২০১৬ সাল থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি র্যাব কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছিলেন। তিনি সারা দেশের বিভিন্ন এলাকায় র্যাবের মেজর মাসুদ রানা, মেজর শাহীন ও র্যাব ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের প্রতারিত করছিলেন। তার নিকট প্রতারিত হয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন।
র্যাব জানায়, আটক আনোয়ার পাশা ২০১৭ সালে র্যাব-৩ কর্তৃক বিভিন্ন প্রতারণার জন্য গ্রেফতার হয়। ২০১৮ সালে কক্সবাজারের রামু থানায় মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হয়। এছাড়া ২০১৯ সালে একই থানায় ইয়াবাসহ গ্রেফতার হয় আনোয়ার পাশা।
বিডি প্রতিদিন/এমআই