র্যাব-১৩ অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৭৬৩ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নগরীর তাজহাট থানার সর্দারপাড়া সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ রংপুরের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তজা।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে রংপুর নগরীর তাজহাট সর্দারপাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় সন্দেহভাজন পাথর বোঝাই ১টি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালে আটককৃত ট্রাকের সামনের কেবিনে ড্রাইভার সিটের পিছনে স্টীলের বাক্সের ভিতরে বিশেষ কায়দায় ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও ১টি পাটের বস্তায় লুকানো অবস্থায় ৭৬৩ বোতল ফেন্সিডিল এবং ২টি লাল রংয়ের নাইলনের ব্যাগের ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০ কেজি ৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ জেলার সদর থানার নবগ্রামের মোঃ নয়ন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২০) ও সিংগাইর উপজেলার রায়দক্ষিণ গ্রামের মোঃ শহিদের ছেলে মোঃ রাব্বিকে (২০) গ্রেফতার করা হয়। এছাড়াও ১টি ড্রাম ট্রাক, ১১২ সিএফটি ভাঙ্গা পাথর, ২টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড এবং মাদকদ্রব্য বিক্রয়লব্ধ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া ফেনসিডিল ও গাঁজা সিরাজগঞ্জ এবং গাজীপুর জেলায় সরবরাহ করার কথা ছিল। এছাড়াও তারা পাথর ও বিভিন্ন মালামাল বহনের অন্তরালে সকলের অগোচরে অবৈধভাবে মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ট্রাক এবং গণপরিবহনে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার