কুমিল্লার লাকসামে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে লাকসাম উপজেলাধীন সরকারি-বেসরকারি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সোমবার উপজেলা পরিষদ, ভূমি অফিস, থানা, দৌলতগঞ্জ এতিমখানা, ফায়ার সার্ভিস সংলগ্ন পুকুরসহ বিভিন্ন পুকুর ও জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা মাছের মধ্যে ছিল রুই, কাতল, মৃগেল, কালিবাউশ ইত্যাদি।
লাকসাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে এনএটিপি প্রজেক্টের আওতায় পাওয়া পিকআপ গাড়ির মাধ্যমে বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশ সহ সংশ্লিষ্ট মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন