গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সভা কক্ষে আজ দুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মাদকদ্রব্য বিক্রয় সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ বাল্যবিবাহ, অবৈধ গ্যাস বিচ্ছিন্ন, রাস্তা ঘাট মেরামত, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন মোঃ মুজাহিদুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদি, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বিডি-প্রতিনিধি/সালাহ উদ্দীন