২১ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫৯

নোয়াখালীতে নিত্য দ্রব্যের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে নিত্য দ্রব্যের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানো, বন্ধ পাঠকল খুলে দেওয়া, শ্রমিক ছাঁটাই বন্ধ করা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাইজদী টাউনহল মোড়ে বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সদস্য দলিলুর রহমান দুলাল, ফখরুল ইসলাম ও ছাত্রফ্রন্ট সদস্য মহিদুল ইসলাম দাউদসহ অনেকে। 

বক্তারা পুনরায় বিনা মূল্যে করোনা পরীক্ষা চালু, করোনা রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা করা এবং শহর ও গ্রামে রেশন ব্যবস্থা চালুরও দাবি জানান। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর