ভোলার লালমোহন থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে বরিশালের গৌরনদী উপজেলার বেদগর্ভ গ্রাম থেকে উদ্ধার করে ফিরে যাওয়ার সময় অপহরণকারী ও তার আত্মীয়-স্বজনদের হামলায় একজন উপপরিদর্শকসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় ওইদিনই এক পুলিশ সদস্য বাদী হয়ে হামলাকারীদের ৩ জনের নামোল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম, নারী কনস্টেবল হাফিজা আক্তার ও ভোলার লালমোহন থানার কনস্টেবল মিরাজ হোসেন।
লালমোহন থানার উপপরিদর্শক ও অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, লালমোহন বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে গত ৯ সেপ্টেম্বর অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিনই লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশের সহযোগীতায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য গৌরনদী উপজেলার বেদগর্ভ গ্রামে অভিযান চালান তারা। অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে থানায় ফেরার পথে অপহরণকারী ইমন মোলাøর নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে একজন এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হয়।
এ ঘটনায় পুলিশ ইমন মোল্লা, সিরাজ মোল্লা ও এনায়েত হোসেন মোল্লা নামে ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ৩ জনসহ ১১ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানানা গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        