২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাছের পোনা অবমুক্তকরণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাছের পোনা অবমুক্তকরণ

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের অংশ হিসেবে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের মরা চন্দনা নদীতে ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এ সময় ২৫ জন সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ ও দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

শনিবার দুপুর ১টায় মাছের পোনা অবমুক্ত করেন প্রকল্পের পরিচালক মো. আলীমুজ্জামন চৌধুরী।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ, মৎস্য সম্পসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।

প্রকল্প পরিচালক মো. আলীমুজ্জামন চৌধুরী বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমানে ৬১টি জেলায় ৩৬৯টি উপজেলায় এই প্রকল্প চালু রয়েছে। দুই বছর মেয়াদের এই প্রকল্পে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি টাকা। যেখানে ২৬ হাজার হেক্টর জলাশয় মৎস্য উৎপাদনের আওতায় আনা হবে। ইতিমধ্যে ১৪ হাজার হেক্টর জলাশয় মৎস্য উৎপাদনের আওতায় আনা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর