২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:০১

সাতক্ষীরায় কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

ভারতে পাচারের সময় কোটি টাকা মূল্যের ১০ পিস স্বর্ণের বারসহ সাব্বির হোসেন নামে এক যুবককে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে একটি সুজকি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য দেখানো হয়েছে ৯৪ লাখ ২১ হাজার ৭২০ টাকা।

সাতক্ষীরা সদর দপ্তর ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, একজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তে ঘোরাফেরা করছিল। বিষয়টি সন্দেহ হলে সীমান্ত পিলার ৭/৪৯-এর বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার মোটরসাইকেলে বিশেষ ব্যবস্থায় কাপড়ের ব্যাগে পেচানো ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল স্বর্ণগুলো। স্বর্ণগুলোর মোট ওজন ১ কেজি ৫৭০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২০ টাকা।

আটক সাব্বির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘোরিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। এসময় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি সুজুকি মোটরসাইকেল ও ১৫০০ টাকা মূল্যের একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেছে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর