বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার, মহিলা দলের সভাপতি নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ।
এ কর্মসূচি থেকে ধর্ষণ, নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার