ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম হাসামদিয়া মহল্লার একটি ময়লার স্তূপ থেকে বিদেশি রিভলভার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার দুপুরে রিভলভারটি ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি দল ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার ডা. কাজী আবু ইউসুফ একাডেমি ও স্টেডিয়ামের পেছনে জঙ্গলের পাশে ময়লার স্তূপের ভেতর থেকে পাকিস্তানি রিভলভারটি উদ্ধার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল