৮ অক্টোবর, ২০২০ ১৪:২৯

নেত্রকোনায় চুরি-ডাকাতি রোধে বসছে ২৫০ সিসি ক্যামেরা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় চুরি-ডাকাতি রোধে বসছে ২৫০ সিসি ক্যামেরা

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। ফাইল ছবি

নেত্রকোনা জেলা শহরে চুরি, ডাকাতি ও ছিনতাই সহ নানা অপরাধ রোধে ডিজিটাল সার্ভিলেন্স প্রকল্প হাতে নিয়েছে জেলা পুলিশ। শহরকে নিরাপদ ও অপরাধ মুক্ত করতে সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম ইতোমধ্যেই শুরু গেছে। 

দেশের বিভিন্ন এলাকার মতো করোনাকালে জেলায় বেশ কিছু চাঞ্চল্যকর চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১০ উপজেলায় গত জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাসেই মোট ৪৪টি চুরির মামলা ও ১১টি খুনের ঘটনা ঘটে। ৪৪টি চুরির মামলার মধ্যে শুধুমাত্র নেত্রকোনা সদর থানায় ১০টি মামলা ও কেন্দুয়া থানায় ১৩টি মামলা হয়েছে এ তিন মাসেই। 

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, পৌর শহরের ১৪ কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে। এতে করে অপরাধের রহস্য উদঘাটন যেমন সহজ হবে তেমনি অপরাধ প্রবণতাও কমে আসবে। জেলা শহরের মানুষকে নিরাপদ রাখতেই সিটি সার্ভিলেন্স প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে ২৫০টি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম ধাপে মেইন সড়ক কেন্দ্রিক এলাকাকে আমরা গুরুত্ব দিচ্ছি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর