২৯ অক্টোবর, ২০২০ ১৭:১১

দিনাজপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দিনাজপুরের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মোঃ গোলাম ফারুককে সভাপতি ও মোঃ নেয়ামুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটির ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজিঃ নং-১৮০৮/৭৫ ২৯৬২-১৯৬৩) দিনাজপুর জেলা শাখা আয়োজিত এ কাউন্সিল অধিবেশন-২০২০ অনুষ্ঠিত হয়। 

কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পদোন্নতি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

বিরামপুর উপজেলার পার গোবিন্দপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ শাহাবুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ নেয়ামুল ইসলাম, নাজমিন ইসলাম, হালিমা আক্তার প্রমুখ। 

কাউন্সিল অধিবেশন শেষে ২য় পর্বে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মোঃ গোলাম ফারুককে সভাপতি ও মোঃ নেয়ামুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটির ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর