৩০ অক্টোবর, ২০২০ ১৯:০৩

আদমদীঘিতে মডেল মসজিদের ভিত্তি ফলক স্থাপন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আদমদীঘিতে মডেল মসজিদের ভিত্তি ফলক স্থাপন

বগুড়ার আদমদীঘি উপজেলাতে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় আদমদীঘি বাসস্ট্যান্ডের পাশে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নিয়েছেন। এই দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থেকে উপজেলার সকল ইসলামী কর্মকাণ্ড পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা সারমিন। এই মডেল মসজিদের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৫৬ হাজার টাকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা চেয়ারম্যান সিরাজল ইসলাম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান।

আরও বক্তব্য রাখেন বগুড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে আব্দুল্লাহ আল মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর