৩১ অক্টোবর, ২০২০ ০২:০৫

অনলাইনে অর্ডার করা খাবার পৌঁছে দিলেন পুলিশকর্মী

অনলাইন ডেস্ক

অনলাইনে অর্ডার করা খাবার পৌঁছে দিলেন পুলিশকর্মী

অনলাইনে খাবার অর্ডার করেছিলেন ইংল্যান্ডের এক নাগরিক। কিন্তু ডেলিভারি বয় না, খাবার পৌঁছে দিলেন পুলিশকর্মী। 

জানা গেল, রাস্তায় ওই পুলিশকর্মীর মুখোমুখি হয়েছিলেন ‌ডেলিভারি বয়। রাস্তার বিধি লঙ্ঘন করতে দেখে ডেলিভারি বয়কে গ্রেফতার করেন তিনি। তারপর ডেলিভারি বয়ের কাজটি তিনিই নিজে হাতে করে দিলেন। ঘটনাটি জানার পর মুগ্ধ নেটিজেনরা।

কাবাব অর্ডার করেছিলেন ইংল্যান্ডের উডলির বাসিন্দা। কিন্তু রেস্টুরেন্ট থেকে খদ্দেরের বাড়ি যাওয়ার পথে ডেলিভারি বয়কে রাস্তায় আটক করেন এক পুলিশকর্মী। দেখা যায়, তার কাছে না আছে লাইসেন্স, না আছে বিমা। গাড়ির টায়ারও ঠিক অবস্থায় ছিল না। এবং তিনি মাদকাসক্ত ছিলেন। 

তার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। তারপর পুলিশের চোখে পড়ে গাড়ির ভেতরে একটা খাবারের প্যাকেট। তাতে নাম ও ঠিকানাও রয়েছে। সেই পুলিশকর্মী তারপর নিজে হাতে খাবার পৌঁছে দিলেন  খাবারের অর্ডার করা ওই ব্যক্তির হাতে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর