পাওনা টাকা চাওয়ায় যশোরে আব্দুল কুদ্দুস খান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ছেলে বিপ্লব হোসেনকেও (২৫) মারাত্মক জখম করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস খান সদর উপজেলার নওদাগা গ্রামের কাটি খানের ছেলে। আহত বিপ্লব হোসেন জানান, তিনি যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার সেলিম হোসেনের কাছে ৪৪ হাজার টাকা পেতেন। ছয় মাস আগে সে টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধের জন্য বারবার দিন নির্ধারণ করেও সে টাকা পরিশোধ করেনি। মঙ্গলবার বিকেলে বিপ্লব ও তার পিতা পাওনা টাকা চাওয়ার জন্য সেলিমের বাড়িতে যান। এ সময় সেলিম ও লিচুবাগান এলাকার সম্রাট তাদেরকে ছুরিকাঘাত করে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে আব্দুল কুদ্দুস খান মারা যান। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার সাফাত আদ দ্বীন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে কুদ্দুস খানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন জানান, হত্যার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন