ধর্ষণ-দুর্নীতি-মাদক-সন্ত্রাসকে ‘না’ বলার শপথ করেছেন লক্ষ্মীপুরের হাজারো মুজিব আদর্শের সৈনিক। জেল হত্যা (জাতীয় ৪ নেতা হত্যা) দিবস উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আমরা ক’জন মুজিব সেনা জেলা শাখা কর্তৃক আয়োজিত বক্তৃতা প্রতিযোগীতা ও দোয়া অনুষ্ঠানে এ শপথ করা হয়।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ স্থানীয় বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় ৪ নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ।
জেলা সভাপতি কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো ছিলেন প্রফেসর সাইফুল ইসলাম তপন, কার্তিক সেনগুপ্ত, সাবেক ছাত্রলীগ নেতা গোলজার মোহাম্মদ, ফজলুল হক, বাবু, আবু তালেব হালান, মোফাচ্ছের হোসেন চুন্নু, সোহাগ পাটোয়ারী, আমজাদ হোসেন আজিম, রুমি, মহিম, শান্ত পাটোয়ারী প্রমুখ।
বক্তৃতা প্রতিযোগীতায় ৪টি ইভৈন্টে অর্ধশত শিক্ষার্থী অংশ নেন। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল