মুন্সীগঞ্জের লৌহজংয়ে কার্টনে মজুত রাখা থেকে ৭ হাজার কেজি ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জব্দকৃত ইলিশ মাছগুলি দুস্থদের মাঝে ও বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
এর আগে সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযানে চালালে উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের টিনশেড একটি বাড়ি থেকে মজুত রাখা ইলিশ মাছ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডহরি গ্রামের মিন্টু সর্দারের টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে কাঠের পাটাতনের ওপর সাজানো ৫৯টি কর্কশিটের কার্টন থেকে আনুমানিক ৭ হাজার কেজি অবৈধ মজুত করা ইলিশ উদ্ধার করা হয়। ইলিশগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জব্দকৃত ইলিশ মাছগুলি দুস্তদের মাঝে ও বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ