পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। নিহত সুমির পরিবারের অভিযোগ পিটিয়ে শ্বাসরুদ্ধ করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী জয়নাল মিয়া পলাতক রয়েছে।
নিহত সুমির পরিবার জানায়, দুই বছর আগে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর উপজেলার কাঠালিয়াকান্দি গ্রামের মিয়া হোসেন এর মেয়ে সুমি (২০) কে বিয়ে করেন শ্রীরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে প্রবাসী জয়নাল মিয়া। তাদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গত দুই মাস আগে প্রবাস থেকে ফিরে এসে কয়েকদিন পর ঢাকার একটি সেলুনের কাজে চলে যায়। মোবাইল ফোনে পুরুষ লোকের সাথে তার স্ত্রী সুমি বেগম কথা বলেন, এমন অভিযোগ এনে বেধড়ক পিটুনি নিয়ে সুমির হাতে থাকা মোবাইল সেট ভেঙ্গে ফেলে জয়নাল। মঙ্গলবার সন্ধ্যায় রান্না করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রচণ্ডভাবে পেটায়। ঘটনাটি সুমি পরিবারকে জানালে শ্রীরামপুর যাওয়ার আগেই তার মৃত্যুর সংবাদ পাই। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সুমি জ্ঞান হারালে জয়নালের পরিবারের লোকজন তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ