নীলফামারী সদরে চাপড়া ইউনিয়ন থেকে চুরি হওয়া গরু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশের মাঝে মিষ্টি বিতরণ করেছেন গরুর মালিক খাদিমুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে হারানো গরু ফিরে পাওয়ার খুশিতে পুলিশের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।
মামলার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাতে নীলফামারী সদরে চাপড়া ইউনিয়নে পশ্চিম চাপড়া ইটাপীরে খাদিমুল ইসলামের বাড়ি হইতে একটি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে এসআই আরমান আলীর নেতৃত্বে সংগলশী ইউনিয়নের কাজী পাড়া মাছিরচাক গ্রামে মসজিদের সামনে থেকে গরু এবং আসামি আলামিনকে আটক করে পুলিশ।
এসআই আরমান আলী বলেন, গরু চুরি বিষয়টি থানায় অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গরু উদ্ধার করতে সক্ষম হই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, আমরা প্রতি মহূর্তে জনগণের পাশে আছি এবং অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনাকালীন সময় ও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন