রাস্তা আছে যেখানে রিক্সা চলবে সেখানে, রিক্সা যার লাইসেন্স তার- এই শ্লোগানকে সামনে রেখে পাঁচদফা দাবিতে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি, ওয়াকার্স পার্টি, জাসদ, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে লাল পতাকা হাতে নিয়ে বাম সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাম শক্তির সমন্বয়ক কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড নজরুল ইসলাম, সহ-সভাপতি শামসুল আলম, নারী নেত্রী কমরেড আসমা খান, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেদ মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রের কাছে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পাঁচদফা দাবীগুলো হল, পৌর এলাকাসহ এর আশপাশের এলাকার রিক্সা চালকদের লাইসেন্স ও চলাচলের অধিকার দিতে হবে। পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স ফি ৫০০ টাকা, পায়ে চালিত রিক্সার লাইসেন্স ফি ৫০ টাকা এবং রিক্সার লাইসেন্স ফি ২০০ টাকা করতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর