মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমীরুল মুছলিহীন হযরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের আহ্বানে বরিশালের বানারীপাড়ায় শান্তিকামী জনতার ব্যানারে আজ বুধবার সকাল ১০টায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া ফেরিঘাট এলাকায় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলেম-ওলামা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে তাদের একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে নিন্দা প্রস্তাব পাশ এবং ফ্রান্সের পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর