এখনই সময় অঙ্গীকার করার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার, এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদী জেলা শাখার উদ্যেগে এই শহরের চিয়াংচাই রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যক্ষা রোগের লক্ষন ও নানা করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে একনাগারে দুই সপ্তাহ কাশি থাকলে যক্ষারোগ পরীক্ষা করানোর আহবান জানানো হয়।
যক্ষা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদী জেলা শাখার সভাপতি রতন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি (এনএসপি) হারুন-অর রশিদ সহ নাটাব স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন