বগুড়ায় খাদ্য বিভাগের আয়োজনে জেলায় ধান ক্রয়ে কৃষকের অ্যাপের বিষয়ে অংশীদারগণের সাথে আমব্রেলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় সার্কিট হাউজে সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাহমিদুল ইসলাম। জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির।
বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপপরিচালক সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, উদ্যোক্তা রেজাউল করিম, মনিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি বলেন, কৃষকদের হয়রানি ছাড়া সহজে সেবা প্রদানের জন্য অ্যাপ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে। প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল বাংলাদেশের সুবিধা পৌঁছে গেছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষি ও কৃষকের কল্যাণে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
বিডি প্রতিদিন/আল আমীন