পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুনুস (র্যালি) ও ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে সমাবেশ করেছে জামালপুর দরবার শরীফ।
বুধবার দুপুরে শহরের পিটিআই মোড় এলাকা থেকে জামালপুর দরবার শরীফের আয়োজনে একটি র্যালি বের হয়।
এতে নেতৃত্ব দেন দরবার শরীফের গদ্দীনশীন মাওলানা নুরুল ইসলাম জামালপুরীর সাহেবজাদা মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী। পরে র্যালিটি হযরত শাহ্ জামাল (র.) এর মাজার শরীফে গিয়ে শেষ হয়।
পরে সেখানেই ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী, এফবিসিসিআই-এর সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, জামালপুর চেম্বারের সহ-সভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই