মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানুগাছ সড়কের টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, আজ বুধবার সকালে এক সাইক্লিস্ট রাস্তার পাশের চা বাগানে মৃত হরিণটি পড়ে থাকতে দেখে স্থানীয় বনবিভাগকে খবর দেয়।
সাইক্লিস্ট জয় দেব বলেন, তিনি সকালে ভানুগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পড়ে ৯৯৯ নম্বরে কল করে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী)-কে খবর দেন। বন বিভাগের লোকজন এসে মৃত হরিণটি উদ্ধার করেন।
মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে হরিণটির মৃতদেহ উদ্ধার করেছি। এটি সম্ভবত রাতে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির চাপায় মারা যায়। হরিণের ময়নাতদন্ত করা হয়েছে। আমার চামড়া সংগ্রহ করে হরিণটিকে মাটিচাপা দিয়ে দিবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ