কিশোরগঞ্জে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ শহরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, শিখা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আপন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আল ছাফী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সনদপত্র নবায়ন না করা, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি কারণে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের সহায়তায় কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, র্যাবের কোম্পানী কমান্ডার এম. শোভন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার