গাজীপুরের কোনাবাড়িতে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ এবং শিশুকে উদ্ধার করতে গিয়ে ডুবে গিয়ে আহত এক যুবককে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদ হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কোনাবাড়ী বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় পরিবারের সাথে সবাই নদীর পাড়ে শাক তুলতে যায়। পাশে নদীতে মাছ ধরা দেখতে যায় শিশু শিখা (১০)। এ সময় শিশু শিখা পা পিছলে পানিতে পড়ে যায়, সাথে থাকা তার মামাতো ভাই সনজিৎ (১৮) তাকে উদ্ধার করতে গেলে সে-ও নদীতে পড়ে ডুবে যায়। এসময় স্থানীয়রা সনজিৎ কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিখোঁজ শিশু শিখা দিনাজপুর জেলার কাহারোল থানার নিমুল গ্রামের সুবল বর্মন মেয়ে। তারা পরিবারের সাথে বাইমাইল এলাকার মোফাজ্জলের বাড়ির ভাড়াটিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার