সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে দিয়ে পিয়াজের ট্রাক নিয়ে উধাও হয়ে গেছে ট্রাকের চালক ও হেলপার। মঙ্গলবারে ভোরে পুলিশ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকা পিয়াজ ব্যবসায়ীর মরদেহ ও একই সাথে ওই ব্যবসায়ীর অপর পার্টনারকে আহত অবস্থায় উদ্ধার করেছে। হত্যার শিকার পিয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মাদ সরদার (৩৮) নাটোরের নলডাঙ্গার ঠাকুর লক্ষীকুল গ্রামের তমিজ উদ্দিন সরদারেরর ছেলে ও আহত ব্যবসায়ী সামসুল ইসলাম (৬০) একই গ্রামের মৃত হাফেজ আলী সরদারের ছেলে।
আহত পিয়াজ ব্যবসায়ী সামসুল ইসলামের বরাদতে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড তাজুল হুদা জানান, নাটোরের উত্তরা গনভবন এলাকা থেকে ব্যবসায়ী নুর মোহাম্মদ ও সামসুল ট্রাকযোগে পেয়াজ নিয়ে বগুড়া যাচ্ছিল। ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম এলাকায় পৌঁছলে চালক বগুড়া রাস্তায় না গিয়ে ভিন্ন রাস্তায় যাচ্ছিল। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে চালক ও হেলপার দুই ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করে। মৃত ভেবে দুজনকেই মহাসড়কের পাটধারী এলাকায় ফেলে পিয়াজ ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়ে যায়।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যবসায়ীকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন