জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার কাশিমনগর গ্রামে মামাতো ভাইদের ইটের আঘাতে গোলাম রসুল (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত গোলাম রসুল কাশিমনগর গ্রামের মাঠপাড়ার মোজাম্মেল হক ভদুর ছেলে।
পুলিশ জানায়, গত রবিবার বিকালে ফারাজের জমি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার চুলকানি বাজারে এক শালিস বৈঠক হয়। সন্ধ্যার শরিকগণ বাড়িতে গিয়ে একই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গোলাম রসুলের উপর হামলা করে মামাতো ভাই কাদের ও তার ছেলে মাছুম এবং সিরাজ ও তার ছেলে কামরুল।
এ সময় হামলাকারীদের ইটের আঘাতে মাথায় প্রচন্ড আঘাত লাগে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে। সেখানেও তার অবস্থা সংকটনাপন্ন হলে ডাক্তাররা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন