জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ দুপুরে চাঁদপুর শহরের শপথ চত্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এএসপি শিপন হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রঞ্জিত কুমার বনিক, মতলব সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশাররফ, মুন্সীরহাট কলেজের অধ্যাপক আবদুল মালেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাঈনুদ্দিন ভূইয়া রানা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন