এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিকের মাধ্যমে সনদ দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
জেলা আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ কাউছারের সভাপতিত্বে ও মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি সফিউল আলম লিটন, সাবেক সভাপতি ওসমান গনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহিনূর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাসুদ পারভেজ, জালাল হোসেন মামুন, মাসুদুল আলম, আব্দুল কাদের প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ