বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রাম থেকে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিনের শিশু চুরির দু’দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ভোররাত থেকেই ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে দাবি করেছে পুলিশ।
এঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে জ্ঞাতদের নামে সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় অপহরণ মামলা করেছে। অপরদিকে একমাত্র সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় শিশুটির বাবা জেলে সুজন খান ও মা শান্তা আক্তার।
তারা জানান, রবিবার রাত ১১টার দিকে তাদের দু'জনের মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখে শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবি করেছেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল মঙ্গলবার বিকালে বলেন, ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল