করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় পটুয়াখালীর কলাপাড়ার ১১ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌর শহরের সাপ্তাহিক হাটে এ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল। এ সময় তিনি মাস্ক না পরায় ১১ পথচারীকে ৫০ টাকা করে ৫৫০ টাকা জরিমানা করেন।
একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সবাইকে করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
এদিকে পৌর শহরের মাছ বাজারে প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে ব্যবসায়ী সানু ও বারেক নামে দুই মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/আবু জাফর